কালীগঞ্জে অমর একুশে বই মেলায় কবি আরিফুল ইসলাম তপুর লেখা বই ছুয়েছো হৃদয় ভূমি!

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার পাবলিক লাইব্রেরীর আয়োজনে ১০ দিনব্যাপী একুশে বইমেলা , তথ্যপ্রযুক্তি, লোকজ ও শিশু মেলা ২০২০ এ কবি শেখ আরিফুল ইসলাম তপু’র লেখা প্রকাশিত কবিতার বই “ছুয়েছো হৃদয় ভূমি” বইটি মেলায় শব্দ শৈলী স্টলে পাওয়া যাচ্ছে।

কবি শেখ আরিফুল ইসলাম তপু’ ১৯৮৩ সালের ২০জানুয়ারি কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে জন্মগ্রহণ করেন।উচ্চ বিদ্যালয়ে দেয়াল পত্রিকা লিখনের মধ্যেদিয়ে কবিতার প্রথম উন্মেষ তার।পরে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় কবিতা প্রকাশ করেন তিনি।
কবির সঙ্গে কথা বলে জানা যায়, ভিন্ন ভিন্ন ঢঙের মোট ৫৯ টি কবিতা দিয়ে বই টি সাজানো হয়েছে। কবিতা গুলো হচ্ছে,সামাজিক মানুষের চিন্তা চেতনা,বাল্য স্মৃতি, গ্রাম বাংলার কোলাহল, সম্মান সম্পদের অসম বন্ঠন কবিতায় তুলে এনেছে, দ্রোহ-বিদ্রোহ,লোকালয়,বর্ষা এসে নামায় ঢল জাগায় স্পন্দন’ বা ‘আহা কি দারুন পেখম তুলে মনের মাধুরী নাচে’,মজুর শ্রমিক গড়ে সাধনার সৌধ,খেটে খাওয়া কৃষক শ্রমিকের কথা তার কবিতায় উঠে আসে।
বইটি প্রকাশিত হয়েছে জাতীয় কবিতা পরিষদ বিভাগীয় শাখা, রংপুর থেকে’।কবিতায় আরও কিছু চমক থাকার কথা জানিয়েছেন লেখক নিজে। মেলায় এসে রহস্য উন্মোচনের জন্য পাঠকদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।