কালিয়াকৈরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এলাকাধিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সোমবার বিকেলে স্থাণীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা সুত্র জানায়, সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরীতে কালিয়াকৈর উপজেলা ইতিমধ্যে গাজীপুর জেলার শ্রেষ্ঠ হয়ে এখন বিভাগীয় পর্যায়ে পৌছেছে। দেশ সেরা হবার প্রচেষ্টায় বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে কালিয়াকৈর উপজেলা প্রশাসন।এর অংশ হিসেবে সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে স্থাণীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা প্রশাসন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন,সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সম্পাদক আব্দুল আলীম অভি,লতিফপুর মডেল সরকারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান মিয়া, সাংবাদিক অপূর্ব রায়, নাজমুল হাসান প্রমুখ। বক্তারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে উম্মুক্ত আলোচনা করেন।