কালিয়াকৈরে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে এক নারী শ্রমিক নিহত,আহত-৫

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় এফবি ফুটওয়্যার নামক জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে গোলাপী বেগম (৩৩) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আগুনে দগ্ধ হয়েছে আরো অন্তত ৫জন। নিহত গোলাপী কুড়িগ্রাম জেলার,চিলমারি থানার সদর পাড়া গ্রামের আইনুল হকের স্ত্রী। সে উপজেলার বাড়ইপাড়া গ্রামের আওনাল হকের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় শ্রমিক হিসাবে কর্মরত ছিল। রবিবার সকালে পুলিশ ওই কারখানার ওয়াস রুম থেকে তার লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে পোড়া লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার ভিতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক মটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন পুড়ো কারখানায় ছড়িয়ে পড়ে । পুড়ে যায় কারখানার বিভিন্ন প্রকার মুল্যবান মেশিনপত্র, কেমিক্যাল ও জুতা তৈরির সরঞ্জাম । কালিয়াকৈর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রানান্ত চেষ্টা চালিয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে।