কালিয়াকৈরে স্বাস্থ্য বিধি মেনে ক্লাস শুরু

আব্দুল আলীম অভি, কালিয়াকৈর প্রতিনিধিঃ সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনেই চলছে ক্লাস। আজ (রোববার) সকাল থেকেই বিভিন্ন স্কুল ও ক্লাস রোম পরিদর্শন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১২১ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০২ টি প্রাথমিক বিদ্যালয় রি ওপেন করা সম্ভব হয়েছে। বাকি ১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি থাকায় বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম নিজেই প্রত্যক্ষ ভাবে বিভিন্ন বিদ্যালয় ও শ্রেণিকক্ষ পরিদর্শন করে স্বাস্থ্য বিধি নিশ্চিত করছেন।
এ ব্যপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, যেসব বিদ্যালয় বন্যার কারনে রি ওপেন করা যায়নি, সেসব বিদ্যালয় বন্যার পানি নেমে যাওয়ার পর ক্লাস শুরু করা হবে। এ পর্যন্ত পূর্বের ন্যায় অনলাইন ক্লাস চালু থাকবে। যেসব বিদ্যালয় রি ওপেন করা হয়েছে সেসব বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে ক্লাস করা হচ্ছে।