কার্পাসডাঙ্গায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর পরিদর্শন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে পরিদর্শনে আসেন বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম.খালিদ এমপি।এসময় মন্ত্রী মহোদয় সহ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ ও নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইনের আয়োজনে উপজেলা প্রশাসন দামুড়হুদার সার্বিক সহযোগীতায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্তরে সাহিত্য সম্মলেনও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সাহিত্য সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ-এমপি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রাণালয়ের সাবেক মহাপরিচালক মো:হামিদুর রহমান,চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কানাইলাল সরকার,দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনসুর বাবু,দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন,কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট,কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম,কৃষিবিদ রফিক চৌধুরী,কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের সভাপতি শাফিকউর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাকেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এম এ গফুর।শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল,সম্মেলন কথন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস,
> > ওসি তদন্ত জাহাঙ্গীর আলম ,১ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি লুৎফর রহমান,সাধারন সম্পাদক শওকত আলী,সাংবাদিক মেহেদী হাসান মিলন,শরীফ রতন,হাসমত,কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা,সাধারন সম্পাদক সানাউল কবির শিরিন,সোনিয়া,আকলিমা,জেসমিন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ।