কার্টুনিস্ট কিশোর দশ মাস পর কারামুক্ত হলেন

নিজস্ব প্রতিবেদকঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর প্রায় দশ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন।

আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুর প্রায় সাড়ে বারোটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে কিশোরকে মুক্তি দেয়া হয়েছে। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল জানান, কিশোরের জামিনের কাগজ সকাল ১১ টায় কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেয়া হয় । এসময় কারাফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনরা।

উল্লেখ্য যে, কিশোরের করা আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার (০৩ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিনের আদেশ দেন।