কানাডায় এক বাড়িতে ৪ মরদেহ

এই আমার দেশ ডেস্ক

কানাডার পশ্চিমাঞ্চলে অভিবাসী অধ্যুষিত ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রিচমন্ড আবাসিক এলাকার একটি বাড়িতে ৪টি মরদেহ পাওয়া গেছে।

কানাডা ব্রডকাস্টিং করপোরেশনের প্রতিবেদনে বলা হয়েছে, রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের হোমিসাইড ইউনিট ঘটনাটি তদন্ত করে দেখছে।

রিচমন্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভ্যানকুভারের দক্ষিণের গার্ডেন সিটির ৪৫০০-ব্লক থেকে ফোন আসে। পরে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে দেখতে পায়, স্থানীয়রা একটি বাড়ির ভেতরে ৪টি মরদেহ পেয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, সোমবার সন্ধ্যা ৭টার কাছাকাছি সময়ে এসব ব্যক্তিকে গুলিতে হত্যা করা হয়েছে। হত্যার শিকার ব্যক্তিরা একে অপরকে চিনতেন।

ঘটনাটি তদন্তে এরই মধ্যে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমকে (আইএইচআইটি) দায়িত্ব দেয়া হয়েছে।

পুলিশ ইতিমধ্যে বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দিয়েছে। এ ছাড়া বাড়ির সামনে ও পেছনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এ ঘটনায় বিস্তারিত এখনও জানায়নি কর্তৃপক্ষ।

ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) এর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বিষয়টি অনুসন্ধান করে দেখছি। আশা করছি, আমরা কমিউনিটিকে শিগগিরই জবাব দিতে পারব।