কলাপাড়ায় আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন

জীবন কৃষ্ণ মন্ডল, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: “দখল ও দূষণমুক্ত করে নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচবে” এই স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৪ মার্চ) বেলা ১১ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কলাপাড়া শাখার আয়োজনে আন্ধারমানিক নদী তীরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন (বাপা), কলাপাড়া শাখার সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, প্রবীণ সাংবাদিক শামসুল আলম, পরিবেশ কর্মী ও পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন।

এ সময় আন্দারমানিক নদীর দখল দূষণরোধসহ দুই তীরের ইটভাটা অপসারনের দাবি জানান বক্তারা। তারা বলেন, ভরাটে ক্রমশ সংকুচিত হচ্ছে নদীর তীর। এ সুযোগে নদী তীরে একেরপর এক গড়ে উঠছে স্থাপনা। এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।

বক্তাদের দাবি, জরুরী ভিত্তিতে নদী খনন করে ইলিশের এ অভয়াশ্রমটি রক্ষা করা হোক। মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।