কর্মহীন মানুষকে ত্রাণ দিয়ে এবং কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিচ্ছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ

হালিম সৈকত,  কুমিল্লা: অনেকটা গোপনীয়তা রক্ষা করেইকরোনা ভাইরাসের প্রার্দুভাবে ঘরবন্দী অস্বচ্ছল মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ।  বিশেষ করে  তিতাস   উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২ হাজার কর্মহীন ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছে। আর এতে নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দীন বাহার ও যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু। একই সাথে যুবলীগের বিভিন্ন ইউনিট গরীব কৃষকদের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাশ্রমে। এই বিষয়ে যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার     হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কুমিল্লা  উত্তর জেলা যুবলীগ  সব সময় মাঠে সক্রিয়।  এই মহাদুর্যোগেও যুবলীগ ঘরে বসে নেই। দুঃস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে এবং বিনা পয়সায় অস্বচ্ছল কৃষকের ধান কেটে দিয়ে সহায়তা করছে।  আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন এই মহাদুর্যোগ থাকবে।  সকলকে বলব ঘরে থাকুন, নিরাপদে থাকুন।