কর্ণফুলীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশিতে আত্মহারা বিধবা মাজেদা

মোহাম্মদ আবদুল ওয়াদুদ

প্রধানমন্ত্রীর উপহারের সেমিপাকা ঘর পেয়ে মহা খুশিতে আত্মহারা হয়েছেন মাজেদা বেগম। এ আনন্দে তিনি কান্নায় ভেঙ্গেও পড়েন।

বৃহস্পতিবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ঘর পাওয়া সেই মাজেদা। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে যান ইউএনও।

এর আগে মাজেদার ছেলে না থাকায় বাধ্য হয়ে থাকতেন রাস্তায়। কখনো কখনো ঠিকমত ভাতও খেতে পারেননি। অর্থ নেই। কি করবেন? উপায় ছিলনা।

তিনি ছিলেন পথের মানুষ। বৃদ্ধ বয়সে জীবিকার তাগিদে তিনি কর্ণফুলীর বিভিন্ন বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। কাজ না পেলে তিনি পথে ঘাটে ভিক্ষা করতেন।

এবার সেই মাজেদার আশ্রয় হয়েছে কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন ডাঙ্গারচর মৌজার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত ঘরেই।

বিধবা মাজেদা বেগম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ সেমিপাকা ঘর পেয়ে আমি আনন্দিত। এরআগে আমার আশ্রয় ছিলনা। রাতে-দিনে পথে ঘাটে থাকতাম।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা এক প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা সফল হয়েছে। অসহায় মানুষজন উপকৃত হচ্ছেন। যারা সমাজে দরিদ্র শ্রেণির মানুষ তারাই একটু মাথা গোছার ঠাঁই পেয়ে আজ খুবেই আনন্দিত হয়েছেন।

প্রসঙ্গত, কর্ণফুলী উপজেলাতে ১৭টি প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠাঁই পেয়েছেন ১৭টি দরিদ্র পরিবার।