করোনা রোধে নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌত টহল ও ত্রান বিতরণ।

মোঃ জয়নাল আবেদীন টুক্কু: নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া অাফরিন কচি ও মেজর মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে  সেনাবাহিনীর একটি দল টহলে অংশ নেয়। এ সময় সাথে ছিলেন নাইক্ষ্যংছড়ি থানা’পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অানোয়ার হোসেন ।

শনিবার  (৪ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নে অামতলী, চাকঢালা বাজার, চাকঢালা বিওপি, নাইক্ষ্যংছড়ি স্বাস্হ্য কমপ্লেক্স পরিদর্শন, সোনাইছড়ি  ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দেন এবং সচেতনতা মূলক বক্তব্য রাখেন ইউএনও সাদিয়া অাফরিন কচি ও মেজর মোয়াজ্জেম হোসেন।

এদিন সকাল থেকে নাইক্ষ্যংছড়ি  উপজেলার সদরসহ গ্রামাঞ্চলের দোকানপাট বন্ধ ও বাজারে লোক সমাগম কমে যায়। দুপুরের দিকে সেনা সদস্যরা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন  মাঠে আসার পর পরই নাইক্ষ্যংছড়ি সদরের  প্রধান সড়ক একেবারে ফাঁকা হয়ে যায়।

ইউএনও সাদিয়া অাফরিন কচি  ও মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন এ সাংবাদিকদের জানান, বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাদের নিজ নিজ অবস্থানে কোয়ারেন্টিন নিশ্চিত করা এবং  সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী মুল লক্ষ্য।
এছাড়াও কর্মহীন ও শ্রমজীবী অাসহায়  মানুষকে উপজেলা প্রশাসানের উদ্যেগে ত্রাণ বিতরণ করেন নির্বাহী অফিসার।