করোনা মহামারী দুর্যোগকালিন অবস্থায় ও মাহে রমজান উপলক্ষে ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:প্রানঘাতী করোনা ভাইরাসের দুর্যোগকালিন অবস্থায় ও মাহে রমজান উপলক্ষে নি¤œ আয়ের ঘরবন্দি মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে সুনামগঞ্জ পৌরসভার সাবেক (প্রয়াত) মেয়র বীর মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক এর (ষুক্তরাজ্য প্রবাসী) পুত্র আসওয়াদ বখত তালহা মরহুম মনোয়ার বখত নেক ফাউন্ডেশনের উদ্যোগে ছাতক উপজেলার নূর নগর পয়েন্ত, আন্তাইর গাঁও ও মোলভীবাজার এলাকায় ৩০০ পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ডাল, তেল, লবণ, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। গত সোমবার দুপুরে থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মোলভীবাজারের সাবেক এডিসি মো. ফারুক আহমদ । তিনি ত্রাণসামগ্রী বিতরণকালে সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের সাধ্যমতো ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এবং তাদের এ উদ্যোগ চলমান থাকবে বলে মরহুম মনোয়ার বখত নেক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানান।