করোনা প্রতিরোধে প্রচারনায় যশোর পুলিশ

উৎপল ঘোষ, (ক্রাইম রিপোর্টার) যশোরঃ করোনা প্রতিরোধে জনসচেতনতায় যশোর জেলা পুলিশ ব‍্যাপক প্রচার অভিযান চালিয়েছে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)তোহিদুর ইসলামের নেতৃত্বে শহরের দড়াটানা মোড়ে এই প্রচার অভিযান চালানো হয়।এ সময় পথচারী,সাধারণ জনগণ,রিকসা,ভ‍্যান,ইজিবাইক,মাহেন্দ্র,মোটরসাইকেল,প্রাইভেটকার সহ বিভিন্ন যানবাহন থামিয়ে যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষ যাতে ম‍াস্ক ব‍্যবহার করতে উৎসাহিত হন সে ব‍্যাপারে বুঝিয়ে বলেন।পরে হাজী মোহাম্মদ মহসিন রোডের দুই পাশের প্রত‍্যেকটি ব‍্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে  লোকজনকে যাদের মুখে মাস্ক নাই তাদের মাস্ক পরিয়ে দেওয়া হয়।করোনা প্রতিরোধে জনসচেতনতা প্রচার চালান প্রধান প্রধান সড়কে।প্রচার অভিযানটি চৌরাস্তায় শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন,ডিআইও ওয়ান মশিউর রহমান,ট্রাফিক ইনসপেক্টর শুভেন্দু কুমার মুন্সি প্রমুখ।অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)তোহিদুর ইসলাম বলেন,’করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপে দেশে প্রকট আকার ধারণ করেছে।অথচ মাঠে নেমে সরেজমিনে দেখেছি জনগণের মধ্যে সচেতনতা খুবই অভাব।শহরে চলাচলরত বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নাই।স্বাস্থ‍্যবিধি মেনে চলছে না।করোনা মোকাবেলায় স্বাস্থ‍্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।তাই আমাদের আজকের এই প্রচার অভিযান।