করোনায় মারা গেছেন অধ্যাপক আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা গেছে, তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন।

বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে আনিসুজ্জামানের ছোট ভাই মো. আক্তারুজ্জামান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্তারুজ্জামান বলেন, ‘করোনা টেস্ট পজিটিভ এসেছে। এখন লাশ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছু প্রক্রিয়া আছে সেগুলো ফলো করা হবে।’

আনিসুজ্জামানের ছোট ভাই আরও বলেন, ‘আমাদের বাবা-মায়ের কবর আজিমপুরে। তাই আমাদের চাওয়া বাবার কবরের পাশেই তাকে যেন দাফন করা হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করা হচ্ছে।’

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।