করোনায় চলচ্চিত্র প্রযোজক মোজাম্মেল হকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক মোজাম্মেল হক সরকার। সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি… রাজিউন)। মঙ্গলবার সকালে গাজীপুরে তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুর মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে করোনা প্রথমবার হানা দিল।

জানা গেছে, করোনা উপসর্গ নিয়েই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির আগে মোজাম্মেল হক বেশ কয়েকদিন গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।এরপর তার শারীরিক পরিস্থিতি অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সোমবার রাতে সেখানকার করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এরপর সরকারি নীতিমালা মেনে গাজীপুরে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, মোজাম্মেল হক সরকার বেশ কিছু জনপ্রিয় ছবির প্রযোজক। ২০১৭ সালের শাকিব খান ও শবনম বুবলী অভিনীত বহুল আলোচিত ‘রংবাজ’ ছবির প্রযোজক ছিলেন তিনি।

এ ছবিতে অভিনয় নিয়েই শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারে ভাঙনের সৃষ্টি হয়। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত পর ‘পাংকু জামাই’ ছবিটিও প্রযোজনা করেন তিনি।