করোনার থাবায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা পিছিয়ে যেতে পারে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনা ভাইরাস (কোভিড-১৯) এ সংক্রমিত হয়ে ১৩ জনের মৃত্যু ঘটেছে এবং ১ হাজার ৬৬ জন নতুন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি আরও পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, করোনা এভাবে বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি পুনর্বিবেচনা হতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন বিষয়ে শুক্রবার (১২ মার্চ) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজিত অনুষ্ঠানে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেছেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনার ভ্যাকসিন (টিকা) চলে এসেছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে শৈথিল্যভাব দেখা যাচ্ছে। এখন করোনার সংক্রমণ বাড়ছে, তাতে সবাই আবার স্বাস্থ্যবিধি মেনে চলবে বলে আশা করছি।