করোনাভাইরাস: নওগাঁয় পৌরসভা মেয়রসহ নতুনকরে শনাক্ত ৮৫

নাদিম আহমেদ অনিক,নওগাঁ প্রতিনিধি- নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সহ নওগাঁয় আরও ৮৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। জেলায় এটি এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ো জেলায় করোনা ভাইরাসে মোট শনাক্ত দাড়ালো ৩২৫জনে।

শুক্রবার (২৬জুন) সকালে নওগাঁ সিভিল সার্জন ডা: আ.ম. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁ থেকে পাঠানো ২৭৯টি নমুনার ফলাফল এসেছে। তার মধ্যে ২টি রিপিট নমুনাসহ মোট ৮৭টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ পূর্বের ২জনসহ নতুনকরে আক্রান্ত ৮৫ জন রোগী। এদের মধ্যে নওগাঁ সদরে ৫০ জন, মহাদেবপুরে ১৩জন, রাণীনগরে ২জন, পতœীতলায় ২জন, ধামইরহাটে ৩জন, মান্দায় ৬জন, পোরশায় ৩জন, বদলগাছীতে ৪জন, সাপাহারে ১জন, এবং আত্রাইয়ে ১জন।

সিভিল সার্জন কন্ট্রোল রুম সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১১১ জনকে এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৮২ জনকে। বর্তমানে জেলায় কোয়ারেনটাইনে রয়েছেন ১৪৩৪ জন। মোট সুস্থ্য হওয়া রোগির সংখ্যা ২০৫ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরন করেছেন ৫ জন।