কয়রায় কর্মহীন জেলে বাওয়ালীদের মাঝে আইসিডির ইফতার সামগ্রী বিতরণ

নিতিশ সানা, কয়রাঃবিশ্বজুড়ে এখন সবচেয়ে বড়ো আতঙ্কের নাম করোনা ভাইরাস।n  দিনের পর দিন পুরো বিশ্বে এ ভাইরাস মহামারি আকার ধারণ করে চলছে। ফলে এ ভাইরাসের প্রাদুর্ভাবে বড়ো বড়ো দেশের পাশাপাশি বাংলাদেশেও অচলাবস্থা শুরু হয়েছে।এ অচলাবস্থার প্রভাব থেকে বাদ রইল না সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালীরা।সে সকল জেলে বাওয়ালীদের পাশে দাঁড়ালো ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি) । খুলনার কয়রায়  ঘরবন্দী সুন্দরবন মাছ ধরতে যাওয়া  জেলে ও বাওয়ালী পরিবারের মাঝে  খাদ্য ও ইফতার সামগ্রী সহয়তা দিয়েছে  ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি) । ২৯ এপ্রিল  কয়রা সদর ইউনিয়নের ৫/৬ নং গ্রামের  জুলফিকার আলম,সুফিয়া বেগম,আব্দুস সালাম,রফি গাজী,হাছান হাওলাদার সহ  ১২  জেলে ও বাওয়ালী পরিবারের মাঝে,  চাউল ৪ কেজি, ডাউল  ১ কেজি,আলু ২,ছোলা৫০০,মুড়ি ১ প্যাকেট ,চিনি ১ কেজি,সেমাই ৩  কেজি,তেল ১ লিটার , সাবান ১ টি, ট্যাংক( পাওডার) ৫ প্যাকেট ইত্যাদী সমগ্রী আইসিডি’র সদস্যরা ঐসকল পরিবারে গিয়ে তাদের হাতে উক্ত সামগ্রী তুলে দেন। করোনা পরিস্থিতির কারণে খাদ্য সংকটে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আইসিডির এই মানবিক সহায়তা অব্যাহত আছে।আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান  (আশিক) বলেন,তারাবী নামাজ শেষ করে  আমাদের সদস্যরা ছুটে চলেছে  ঘরবন্দী  সুন্দরবনের জেলে পরিবারগুলোতে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিতে। প্রয়োজনীয় সামগ্রী পেয়ে উক্ত পরিবারগুলোর মাঝে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। আমাদের এই কাজ অব্যাহত থাকবে এ দৃশ্য আমাদের মানসিক প্রশান্তি দেয়। আমরা কৃতজ্ঞ তাঁদের প্রতি যাঁরা আমাদের এ উদ্যোগে পাশে আছেন।খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন আইসিডির  সিনিয়র সদস্য মুজাহিদুল ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ, ফরহাদ হোসেন, আমিরুল, তানভীর,  রাব্বির, সেলিম, পলাশ, বাদশা, মিরাজ, প্রমূখ।