কবি মিতা পোদ্দারের কবিতা “বন্ধু”

বন্ধু

মিতা পোদ্দার

বন্ধু! শব্দটি খুবই মিষ্টি তাইনা,
অথচ স্বার্থ ছাড়া বন্ধু হয়না।
ভাবছেন তো কেন?
এমন কঠিন বলা,
বন্ধু নিয়েই তো
এক সাথে হয় পথ চলা।

সে বন্ধু ‘ক’জনার ভাগ্যে জুটে
সকল ব্যথার সাথী হয়ে
একসাথে পথ হাঁটে।
‘দু’ টাকার বাদামেই যখন
ভাগাভাগি হয়,
প্রকৃত বন্ধু যে
শুধু তারেই কয়।

বিপদের দিনে যখন বলবে
কেন মিছে ভাবো?
সবুর করো, ধৈর্য্য ধরো
উপায় ঠিক পাবো।
বন্ধু যখন পাশে এসে
ভরসার সম্বল হয়,
আমার মতে তারেই
নি:স্বার্থ বন্ধু কয়।

উত্তম বন্ধু একটি বইয়ের
পাতায় কথা বলে,
বন্ধু হও সবাই সবার
এমনটি হলে।
কখনো ভেবোনা স্বার্থেই ঘটে
বন্ধুর আলাপন,
বন্ধু হতে শুরুতেই চাই
সুন্দর একটি মন।

ধোঁকার মাঝে সাজেনা
বন্ধুত্বের বিনিময়,
সুযোগ খুঁজলে ছাড়ো হাত
এমন যদি হয়।
ভালো বন্ধু সবসময়
ভালোর সন্ধান দিবে,
আপন-পর বিবেচনায় নয়
সত্যের পথে নিবে।