কচ্ছপিয়ায় সড়কে টমটমের ধাক্কায় ৩য় শ্রেণীর এক ছাত্র গুরুতর আহত

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ নাইক্ষ্যংছড়ির পাশ্বর্বতী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা সড়কে ব্যাটারিচালিত দ্রুতগতির টমটম গাড়ীর ধাক্কায় ৩য় শ্রেণির এক শিশু শিক্ষার্থী গুরুতর আহাত হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম মোঃ আব্দুলাহ ( ৮) সে কচ্ছপিয়া কে,জি জুনিয়র হইস্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ও একই ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মোঃ হাশেমের ছেলে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় কচ্ছপিয়া মৌলভীরকাটা সড়কের হাজীপাড়া রাস্তারমাথা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তাদিয়ে প্রতিদিনের মত স্কুলে আসার সময় ঐ স্থানে দ্রুতগতিতে আসা টমটমটি ছেলেটিকে ধাক্কা দিলে সে গাড়ীর নিচে পড়ে গুরুত্বর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার খতীব আল ফুয়াদ হাসপাতালে নিয়ে আসেন। পারিবারিক সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত শিক্ষার্থী আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আনিসুর রহমান ঘাতক টমটম গাড়িটি আটক করে পুলিশ ফাঁড়ীতে নিয়ে আসেন।

ঘটনাটির বিষয়ে কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মোঃ নোমান বলেন, কচ্ছপিয়া-গর্জনিয়ায় অটোরিক্সা ও টমটমগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া খুবেই প্রয়োজন।