কচ্ছপিয়ায় রাতে জমি দখল করে ঘর নির্মাণে উত্তেজনা,যে কোন মুহুর্তে সংঘর্ষের আশংকা

জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের কচ্ছপিয়া মুরা পাড়া গ্রামে গর্জনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম সুলতান আহাম্মদের ছেলে বেদারুল আলমের বাগান- বাড়ি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে চলছে টানটান উত্তেজনা। যে কোন মুহুর্তে হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এ বিষয়ে বেদারুল আলম জানান তার বাবার আমল থেকে বাগান-বাড়ী করে দীর্ঘ ৫০-৬০ বছর ধরে এই পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আসছেন তিনি। হঠাৎ করে এ জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে ওই এলাকার মুক্তার আহাম্মদ,মোঃ কালো ও শাহ আলম গংদের। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) তাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাগান ও বসত ঘর দখলে নিতে জোর করে রাতের অাধাঁরে পলিথিন দিয়ে দুইটি ছোট্ট ঘর নির্মাণ করে ফেলে। বিষয়টি তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে অবগত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান।  বেদারুল আলম আরো জানান, এই জায়গার চতুর পাশে আমাদের খতিয়ান ভুক্ত জমি মাঝখানে আমার একটি টিনসেট বাড়ী ও দুইটি দোকান ও বিভিন্ন প্রজাতের অসংখ্য গাছপালা রয়েছে। এরই মাঝে গত কাল হঠাৎ তারা সন্ত্রাসীদের নিয়ে রাতের আধাঁরে আমার অনুপস্থিতিতে উক্ত জায়গায় দুইটি পলিথিনের ঘর করে। বিষয়টি আমি প্রশাসনকে অবগত করি। অভিযুক্ত মুক্তার, কালু ও শাহ আলম পাল্টা অভিযোগ তোলে বলেন,এই জায়গা ওয়ারিস সূত্রে আমরা মালিক তাই আমরা দখল করেছি। এছাড়াও বিষয়টি নিয়ে আদালতেও মামলা করেছি। এবিষয়ে জানতে চাইলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ আলী এ প্রতিবেদককে জানান,তিনি উভয় পক্ষকে শান্ত থাকার অাহ্বান জানিয়ে স্থানীয় ভাবে কোন সমাধান না হওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকার জন্য বলেন।