কচ্ছপিয়ায় প্রশাসন, ডব্লিউ এফপি ও ব্রাকের খাদ্য সহায়তা বিতরণ শুরু

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে মহামারী করোনা দুর্যোগে  শ্রমজীবি কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে রামু উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ডব্লিউএফপি ও ব্রাক এর সহযোগীতায় খাদ্য সহায়তা প্রদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কোভিট-১৯ সংক্রমণ প্রতিরোধে,মাদার অব হিউম্যানিটি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে    মঙ্গলবার (১৬ জুন বিকাল ৩ টায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ১১৯৯ জন উপকার ভোগীদের মাঝে ৬০ কেজি চাউল, ৫ কেজি বিস্কিট বিতরণের কার্যক্রম  উদ্বোধন করেন কচ্ছপিয়া   ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান। এসময় ডব্লিউএফপি রামু উপজেলার প্রজেক্ট অফিসার তানজুরুল ইসলাম,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 চেয়ারম্যান নোমান জানান,ইউনিয়নের ১ হাজার ১ শত  ৯৯ জন ব্যক্তি এ সুবিধা পাবে। আজ প্রথম দিন ৪ শত জন, আগামী কাল ৪ শত জন ও পরশু ৩৯৯ জনকে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। ডব্লিউ এফপির কর্মকর্তা তানজুরুল ইসলাম জানান,যারা এ চাল, বিস্কিট পাবে তাদের আগামী মাসে ৪ হাজার ৫০০ শত করে নগদ টাকা বুঝিয়ে দেওয়া হবে। কচ্ছপিয়ায় এ খাদ্য সহায়তা পাওয়ায় ইউনিয়নের এসব মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা।