কক্সবাজারে তৃতীয় লিঙ্গের হিজড়াদের জন্য ধর্মীয় শিক্ষা দেয়ার উদ্যোগ

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারে সর্বপ্রথম তৃতীয় লিঙ্গ (হিজড়া) নাগরিকদেরকে কুরআন ও নৈতিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে কক্সবাজারে ব্যতিক্রমী আয়োজন ” দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গ মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়।

কক্সবাজার সদর উপজেলা পরিষদের এডভোকেট শাহাবউদ্দিন মিলনায়তনে এ মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষণা করেন, উক্ত অনুষ্ঠানের অন্যতম আয়োজক, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোহছেন শরীফ।

কক্সবাজার জেলা তৃতীয় লিঙ্গ সংঘের সভাপতি মাহি হিজড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদরের UNO মিল্টন রায়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’র মহাপরিচালক মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আজাদ, কক্সবাজার দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আলী নাজির, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার সদরের ফিল্ড সুপারভাইজার মাওলানা আবুল ফয়েজ, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’র প্রধান প্রশিক্ষক মাওলানা আব্দুল আজিজ হুসাইনী, কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মোঃ আব্দুল খালেক বিশ্বাস, দাওয়াতুল কুরআন মাদ্রাসা’র সিনিয়র প্রশিক্ষক হাফেজ মাওলানা মাহমুদ আল হাসান, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রশিক্ষক হাফেজ মাওলানা আবু রায়হান প্রমুখ।

মরহুম আহমদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ব্যতিক্রমী এ আয়োজনে জেলার প্রচুর তৃতীয় লিঙ্গের নাগরিক অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক মাওলানা মোহছেন শরীফ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, হিজড়া ব্যক্তিরা দ্বীনি ও নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে তারা মাঝে মাঝে উশৃংখল হয়ে উঠে। যা মূল জনগোষ্ঠীর কাছে বোঝা ও আতংক মনে হয়ে থাকে। তাদেরকে সুশিক্ষা দিয়ে মূল জনগোষ্ঠীর মতো সুশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্থ করে তুলতেই দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’র এ মানবিক আয়োজন।

অনুষ্ঠানে দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আলী আগত তৃতীয় লিঙ্গ শিক্ষার্থীদেরকে কুরআন শিক্ষার প্রথম সবক প্রদান করেন এবং মোনাজাত করেন মাওলানা মুহসিন শরিফ।