কক্সবাজারের কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

কামরুল ইসলামঃ ২ দিন ব্যাপী কক্সবাজার জেলার কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পলন করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাংলাদেশ সরকারের মননীয় প্রধান মন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার পক্ষ থেকে এক প্রতিনিধি দল এই উপহার সামগ্রী বিতরণ করেন। শেষদিনে শুক্রবার বিকেলে রামুর হাজারীকুল, পূর্ব মেরংলোয়া, শ্রীকুল, নাথপাড়া, দাশ পাড়া, অফিসেরচর চরপাড়া এবং আগেরদিন বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সদরের ঝিলংজার বাঁকখাল নদীর দরপাড়া পাড়ার অসহায় নারী পুরুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
উপহার সামগ্রী বিতরণকালে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিতীশ বড়ুয়া, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু বক্কর, সাংবাদিক খালেদ হোসেন টাপু, সাবেক ছাত্রনেতা ও গণমাধ্যমকর্মী অর্পন বড়ুয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কায়সার উল আলম মুন্না চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।