ওসমানীনগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি রেস্তোরাঁকে জরিমানা

জুবেল আহমেদ, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ ওসমানীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি রেস্তোরাঁকে অপরিস্কার ও অপরিচ্ছন্নভাবে খাবার উৎপাদন, পরিবেশন এবং মূল্য তালিকা না রাখায় ৪৩০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।

আজ সোমবার (০২ডিসেম্বর) উপজেলার ৪টি রেস্তোরাঁকে অপরিস্কার ও অপরিচ্ছন্নভাবে খাবার উৎপাদন, পরিবেশন এবং মূল্য তালিকা না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪৩০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার এস আই জগদীশ দাস।