ওসমানীনগরে পিইসি পরীক্ষার্থীদের শারীরিক নির্যাতনের অভিযোগ

জুবেল আহমেদ, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে পিইসি পরীক্ষা চলাকালিন সময়ে সহকারী হল সুপার ও কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে পরীক্ষার্থীদের শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির প্রতিকার চেয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিইসি পরীক্ষা চলাকালিন সময়ে সহকারী হল সুপার সন্তোষ কুমার দেব ও কক্ষ পরিদর্শক মনোজ কুমার দাস তাদের ঘনিষ্ট পরীক্ষার্থীদের উত্তর লিখে দেন। এসময় পরীক্ষার্থী আতিকুর রহমান, ইমরান মিয়া, মার্জান আহমদ, জসিম উদ্দিন নিরব, বিল কিল্টন ঋষি, তুহিন মিয়া, আকাশ দেবনাথ, তারেক মিয়া, বিজয় চন্দ্র রায়, রিয়াজ মিয়া, সজ্জাদ মিয়া, তন্ময় দেব জয়, সজিব মিয়া, সাব্বির মিয়া, মুরাদ আহমদ, ওয়ালিদ হাসান মিলাদ, ইজ্জত মিয়া এর জোর প্রতিবাদ জানায়। তখন অভিযুক্ত সহকারী হল সুপার সন্তোষ কুমার দেব ও কক্ষ পরিদর্শক মনোজ কুমার দাস প্রতিবাদী পরীক্ষার্থীদের হলের বেঞ্চ সোজা করতে বলেন। পরীক্ষার্থীরা বেঞ্চ সোজা করতে না পারলে তাদের শারিরীক নির্যাতনের হুমকি প্রদান করেন। গোয়ালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি রিতাব আলী জানান, পরীক্ষায় শিক্ষকরা তিনটা ছাত্রকে ঘারে থাপ্পর মেরেছেন। বিষয়টি জানার পর আমরা প্রশাসনে লিখিত জানিয়েছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মন্নান জানান, বাচ্ছারা পরীক্ষা দিতে গেলে হলে শিক্ষকরা তাদের পছন্দের ছাত্রদের প্রশ্নের উত্তর লিখে দেন। কিছু শিক্ষক এর প্রতিবাদ করলে শিক্ষকরা তাদের নির্যাতনের হুমকি দেন বলে বাচ্চারা জানিয়েছে। আমরা ইউএনও বরাবরে এর লিখিত অভিযোগ দিয়েছি। সহকারী হল সুপার সন্তোষ কুমার দেব জানান,এটা একটা ভিত্তিহীন সংবাদ। আমার বিরুদ্ধে সাঁজানো হচ্ছে। আমি বাঁচ্ছাদের মারধর করিনি। ওসমানীনগর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার বলেন, বিষয়টি নিয়ে এখন কথা বলবো না। পরে কথা বলি। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী বলেন, বিষয়টির অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা গ্রহণের জন্য ইউএন কে বলে দিয়েছি। তিনি পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে তদন্ত করে ব্যবস্থা নিবেন।