ওরা সাতজন, পাংশা থেকে মুজিবনগর

মির্জা গালিব উজ্জ্বল, মেহেরপুর প্রতিনিধি:

মুজিব শতবর্ষের শেষ ঘন্টায় মুজিব নগর অবস্থান করার মধ্যে দিয়ে পাংশা রাজবাড়ী থেকে সাইকেল আরহি ইন্টারপড়া ছাত্ররা নিজেদেরকে ঐতিহাসিক করার লক্ষ্যে নিয়ে রাজবাড়ী পাংশা থেকে মেহেরপুর  মুজিবনগর সাইকেল চালিয়ে আসলো ১২৫ কিলোমিটার ওরা সাতজন।

 

 

বিশেষ এই  (০২-০২-২০২২) দিনটিতে ভোর ছয়টায় রওনাহয়ে সন্ধ্যা সাতটায় দেখা মেহেরপুর শহরে প্রবেশ করার আগ মুহূর্তে । সাইকেল যাত্রীদের সাথে কথা বলার সময় তারা  জানায়, রাত্রি যাপন করবে মেহেরপুরের একটি হোটেলে। গতকাল খুব সকালে( আজ) বের হয়ে মুজিব নগরের উদ্দেশ্যে রওনা করবে। দিনের প্রথম সুর্যের আলো মুজিব নগরের মাটিতে দেখবে কথা গুলো বল্লেন সাইকেল আরহি সৈকত টিম লিডার।

 

 

উদ্যোগটি  ঐতিহাসিক করার লক্ষ্যে নিয়ে মাদকের ভায়াল থাবার হাত থেকে স্বচেতন করতে ও ফ্রী ফায়ার  এবং পাবজি নেট গেমের বাইরে থাকতে ওদের মতো বয়েসের সন্ধিখনে থাকা সকল তরুণদের বার্তা  দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এই সাইকেল যাত্রা বল্লেন সাদ্দাম হোসেন। এই সময় সাইকেল আরহি মোহিম, ফরাদ রেজা, সোয়াদ, সাইফুল্লাহ এবং তানজিল।