এলপিএলে স্থগিত হলো সাকিব-গেইলদের নিলাম

বারবার পিছিয়ে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর। কোয়ারেন্টিন জটিলতায় কয়েক দিন আগেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। ওই সময়টায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে আবারও বিপদ। করোনার করাণে এবার নিলাম স্থগিত হয়ে গেল!

দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা ছিল করোনা প্রতিরোধে অন্যতম সফল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল যেমন করোনা মহামারিতে বিপর্যস্ত, শ্রীলঙ্কা ছিল ঠিক উল্টো জায়গাতে। দ্বীপরাষ্ট্রটিতে করোনারোগী কিংবা করোনা মৃত্যুর সংখ্যা খুবই কম। গত ৬ মাসে শ্রীলঙ্কায় করোনায় মৃত্যু হয়েছে মাত্র ১৩জনের। করোনা রোগীর সংখ্যাও ৪,৫০০। আশপাশের দেশগুলোর তুলনায় সংখ্যাটা যথেষ্ট স্বস্তিরই ছিল।

শ্রীলঙ্কা ক্রিকেটের একজন মুখপাত্র জানিয়েছে, স্বাস্থ্য পরিস্থিতি অবনতি হওয়ায় খেলোয়াড় ড্রাফটের অনুষ্ঠানটি আপাতত হচ্ছে না। তিনি আরো জানিয়েছেন স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হলে আগামী ১৯ অক্টোবর এই প্লেয়ার ড্রাফট আয়োজনের এক সম্ভাবনা আছে।