এরশাদের আসনে পুত্র সাদ জয়ী

নিজস্ব প্রতিবেদক : রংপুর-৩ উপনির্বাচনে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে জাতীয় পার্টি ও মহাজোট প্রার্থী হিসেবে প্রয়াত সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ (সাদ এরশাদ)-কে বেসরকারি ভাবে সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে। মোট ১৭৫টি কেন্দ্রের মধ্যে ১৫২টি কেন্দ্রে সাদ এরশাদ পেয়েছেন ৪৯০০৩ ভোট। তার নিকটতম প্রতিধন্ধি ধানের শীষ- ১৩৭১০ ও মটর গাড়ি- ১৩২৮৯ ভোট পেয়েছে।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি, এনপিপির শফিউল আলম আম প্রতীক, গণফ্রন্টের কাজী শহীদুল্লাহ মাছ প্রতীক এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন। উল্লেখ্য, গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার ভোট গ্রহণ চলছে। রংপুর সদর উপজেলা ও সিটি করর্পোরেশন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার চার লাখ ৪২ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২১ হাজার ৩১০ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৭৬২ জন।