এবার বাইশারীতে ইউএনডিপির ত্রাণ পেয়েমহাখুশি ১৮শ পাহাড়ি-বাঙ্গালি দুস্থ পরিবার

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,     বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মহামারি এ করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি  অসহায় দুস্থ ১৮শ  পরিবার এবার ইউএনডিপির ত্রাণ সহায়তা পেয়ে মহাখুশি। 
উপজেলা ফ্যাসিলিটেটর সেলিম উদ্দিন, 
 জানান উপজেলার ৫ ইউনিয়নে ধারাবাহিক ত্রাণ সামগ্রী বিতরনের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাইশারী ইউনিয়নর পাহাড়ি-বাঙ্গলি অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ও প্রতি ইউনিয়নের ন্যায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউএনডিপির ধারাবাহিক এ ত্রান বিতরণ কালে বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানির সভাপতিত্বে এক সংক্ষিপ্ত        অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়ে মার্মা, বিশেষ অতিথি ছিলেন.ইউএনডিপি বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত  ব্যবস্থাপক (ডিষ্টিক্ট ম্যানেজার) খুশিরায় ত্রিপুরা, লামা,আলীকদম,র প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তাফা কামাল,উপজেলা ফ্যাসিলিটেটর সেলিম উদ্দিন, উপজেলা কোঅর্ডিনেটর মোঃ সাদ্দাম হোসেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, সদস্য মোঃ ইউনুছ, মোঃ শাহিনসহ       ইউএনডিপির প্রতিনিধি, মহিলা ও পুরুষ ইউপি মেম্বারগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়,ইউএনডিপির অর্থায়নে উপজেলার ৫  ইউনিয়নে ৯ হাজার ২ শত ৬২ জন দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে আজ বাইশারী  ইউনিয়নের ১৮শ  পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
 ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের  মধ্যে ১৫ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি পেয়াঁজ, ২টি সাবান,১লিটার সয়াবিন তৈল, ৭ প্রকারের ফলজ বীজসহ মাক্স রয়েছে।
আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) সর্বশেষ ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে বিতরণের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ হওয়ার কথা জানানউপজেলা কোঅর্ডিনেটর মোঃ সাদ্দাম হোসেন।