এবার পুলিশের বাল্যবিয়েতে হাজির ম্যাজিস্ট্রেট

প্রতিবেদক, কোম্পানীগঞ্জ, (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে পুলিশের সঙ্গে বাল্যবিয়ে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় মেয়ের বাবাকে জরিমানা করা হয়েছে। উপজেলার চরফকিরায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

চরফকিরা গ্রামের সাইফ উদ্দিনের মেয়ে জেরিনের (১৩) সঙ্গে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ৬নং ওয়ার্ডের রামেশ্বপুর এলাকার ইউছুফ নবীর ছেলে পুলিশ কনস্টেবল সৌরভ হোসেনের বিয়ে ঠিক হয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজ্যিস্ট্রেট মো. ইয়াছিন সেখানে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের হস্তক্ষেপে মঙ্গলবার দুপুর একটার দিকে বরযাত্রী আসার আগেই বাল্যবিয়েটি বন্ধ হয়ে যায়।

নির্বাহী ম্যাজ্যিস্ট্রেট মো. ইয়াছিন জানান, কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না এ মর্মে সাইফ উদ্দিন ও পরিবারের লোকজন লিখিতভাবে অঙ্গীকার নামা দেন।