এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

হাজী সাইফুল ইসলাম মেহেরপুর প্রতিনিধি 
 এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তি নিয়োগের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল সাড়ে দশটার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্যানেল প্রত্যাশী শিক্ষক সংগঠন মেহেরপুর জেলা শাখা ।
খুলনা বিভাগের প্রত্যাশী শিক্ষক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শারমিন আফরোজ চায়নার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক আম্বিয়া খাতুন ,যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, সদস্য ওমর ফারুক , সেলিনা খাতুন , সোনিয়া খাতুন , ফজিলা খাতুন , খাদিজা খাতুন , সাকিরুল ইসলাম , মাসুমা রহমান , শরিফুল ইসলাম , মতিয়ার রহমানসহ সংগঠনের সদস্যরা ।
এসময় বক্তারা তাদের দাবিগুলো তুলে বলেন , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে এবং কৃত্রিম শিক্ষক সংগঠন দূরীকরণে এক আবেদনের স্ব স্ব নীতিমালা অনুযায়ী কোটাবিহীন সকল নিবন্ধন ধারীদের প্যানেল ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপ মুক্ত করতে চ্যানেল নিয়োগ এখন সময় ন্যায্য ও যৌক্তিক দাবি ।
এছাড়া ও ইনডেক্সধারী দের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে ।