এক কোটি টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে মদনায় নিবন্ধন ছাড়াই গণটিকা প্রদান

আলমগীর হোসেন, পারকৃষ্ণপু্র-মদনাঃ

সরকারী ঘোষণা অনুযায়ী দেশব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম উৎসব মুখর পরিবেশে চলছে। এক কোটি টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে নিবন্ধন ছাড়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে চারটি টিকা কেন্দ্রে গণটিকা কার্যক্রম প্রদান করা হয়েছে।

 

শনিবার ২৬শে ফেব্রুয়ারি ২০২২ ইংরেজি সকাল থেকে পারকৃষ্ণপু্র-মদনা ইউনিয়ন পরিষদ হলরুম, বড়বলদিয়া ও নাস্তিপুর কমিউনিটি ক্লিনিক এবং মদনা পঃ পঃ উপ স্বাস্থ্য কেন্দ্র টিকা কার্যক্রম হয়। টিকা কার্যক্রম শুরুর আগে থেকেই সকল বয়সের মানুষ টিকা নিতে সারি বেঁধে লাইনে দাঁড়ান।

 

টিকা নিতে আসা ব্যক্তিরা জানান, সকাল ৮ টা থেকে টিকা দেওয়া শুরুর কথা থাকলেও দেওয়া শুরু হতে বিলম্ব হয়েছে এবং সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত শেষ হয়। । নিবন্ধন ছাড়াই তারা টিকা পাচ্ছেন বলে জানান তারা এবং মোবাইল ফোন থাকলেই টিকা পেয়েছে সাধারণ মানুষ।

 

পারকৃষ্ণপু্র-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এস জাকারিয়া আলম জানান সরকারী নির্দেশনা মোতাবেক এই কার্য়ক্রম শুরু করেছেন এবং সবাই টিকা পাবে। প্রতিটি কেন্দ্রই টিকা গ্রহিতাদের উপস্থিতি বেশ ভালো ছিল।