একুশে পদক পেলেন লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, সুবীর নন্দী ও লিয়াকত আলী লাকী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদক একুশে পদক। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেয়া হয় রাষ্ট্রিয় শীর্ষ এ পদক। তার ধারাবাহিকতায এ বছর দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০১৯ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বছর শিল্পকলা ও অভিনয় ও সঙ্গীতে এ অভিনয় রাষ্ট্রের সর্বোচ্চ এ পদক পেলেন সুবীর নন্দী (শিল্পকলা- সঙ্গীত), প্রয়াত আজম খান (শিল্পকলা- সঙ্গীত- মরণোত্তর), খায়রুল আনাম শাকিল (শিল্পকলা -অভিনয়), লাকী ইনাম (শিল্পকলা – অভিনয়), সুবর্ণ মুস্তাফা (শিল্পকলা- অভিনয়)

বুধবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয় এ তথ্য।

আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পুরস্কার হিসেবে একটি সোনার পদক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক তুলে দেবেন।

রাষ্ট্রের শীর্ষ এ পদক পাওয়ার খবরে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, এখনই খবরটি পেলাম আমি। এটা আমার জন্য অনেক আনন্দের। রাষ্ট্র আমাকে এতো বড় সম্মান জানিয়েছে এটা গর্বেরও আমার জন্য।’