একবেলা ফ্রী খাবার খাইয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন আনোয়োর পাশা বিদ্যুৎ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

মানুষকে আহার করিয়ে তৃপ্তি পান অনেকে। যুগে যুগে এমন মনীষীর আলেখ্য গাথা কাহিনী সমাজে জনশ্রুতি আছে। হাল আমলে সমাজের বঞ্চিত ও হতদরিদ্র মানুষকে একবেলা ফ্রী খাবার খাইয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন আনোয়োর পাশা বিদ্যুৎ।

প্রতিবছরের ১২ ফেব্রয়ারি তিনি তার নিজ গ্রামে বংকিরার হাওনঘাটা নামক স্থানে শত শত মানুষকে আমন্ত্রণ জানিয়ে খাবার দিয়ে থাকেন।

শনিবার ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল বঞ্চিতজন সংগঠনের বার্ষিক সমাবেশ।

অনুষ্ঠানে ঝিনাইদহে বিভিন্ন গ্রাম থেকে প্রায় এক হাজার মানুষ সমবেত হন।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিজ নিজ স্থান থেকে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন আগত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাধুহাটী ইউনিয়নের ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ, পল্টু জোয়ারদার, বাবলুর রহমান বিশ্বাস, আসাফউদ্দৌলা মাসুম, রোকনুজ্জামান, আজমুল হুদা, অনিক সাফওয়ান, নাজমুস সাকিব ও হারুন অর রশীদ প্রমুখ।

অনুষ্ঠানে সাধুহাটি ইউনিয়নের এর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানো হয়।

এ প্রসঙ্গে বঞ্চিতজন সংগঠনের চেয়ারম্যান বংকিরা গ্রামের আইয়ূব হোসেনের ছেলে আনোয়ার পাশা বিদ্যুত জানান, প্রতিবছর এই দিবসটি সামনে রেখে এলাকায় উৎসবের আমেজ পড়ে যায়। যারা মাসেও একবার গোস্ত কিনে খেতে পারে না, তাদেরকে পেট ভরে খাওয়ানো হয়। মানুষকে মেহমানদারী করে তিনি তৃপ্তি পান বলে বিদ্যুত জানান।