উপজেলায় নৌকার জয়জয়কার, যদিও ভোটার উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীদের জয়জয়কার। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত ফলে বেশির ভাগ উপজেলাতেই নৌকার প্রার্থী জয়লাভ করেছে। হাতেগোনা যে কয়েকটি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে তারাও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

রোববার চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। চতুর্থ ধাপে ১২২টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলো ইসি। এর মধ্যে ৫টি উপজেলার সকল পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই উপজেলাগুলোতে কোনও ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। এ ধাপে ৩৯ জন চেয়ারম্যানসহ ৮৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে ৬টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া তৃতীয় ধাপের ৬টি উপজেলার ভোট স্থানান্তর করে এ ধাপে আনা হয়।

প্রথম তিন ধাপের মতো চতুর্থ ধাপেও ভোটার উপস্থিতি ছিলো কম। প্রতিদ্বন্দ্বিতার জৌলুস হারানো এই নির্বাচনে ১ম ধাপে ভোটের হার ছিল ৪৩ শতাংশ, দ্বিতীয় ধাপে তা কমে ৪১ শতাংশে দাঁড়ায়। তৃতীয় ধাপে ৪১.৪১ শতাংশ ভোটার ভোট দেয়। চতুর্থ ধাপের চিত্রও একই রকম।

নির্বাচনে ভোটারদের উৎসাহ উদ্দীপনা কম থাকলেও নির্বাচনে কারচুপি এবং অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন অনেক কঠোর হয়েছে।