উদ্বোধনী ম্যাচে ব্যাটিং ধস চ্যাম্পিয়নদের

এই আমার দেশ ডেস্ক : বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে ভুলে যাওয়ার মতো শুরু করেছে গেলবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। চিটাগংয়ের ভাইকিংসের বিপক্ষে সর্বশেষ খবর পর্যন্ত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে ধুঁকছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফির দল।

দলের তিন রানের মাথায় গোল্ডেন ডাক মেরে ফেরেন অ্যালেক্স হেলস। এরপর কোন রান না করে আউট হন মোহাম্মদ মিঠুন। পরেই ফিরে যান ওপেনার মেহেদি মারুফ। এরপর রাইলি রুশো আউট হলে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে রংপুর। সেখান থেকে আর ঘুরে দাড়াতে পারেনি তারা। একে একে ফিরে যান ফরহাদ রেজা-মাশরাফিররা।

এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। টস হেরে ব্যাটিং পাওয়া রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বলেন, টস জিতলে তিনিও প্রথমে বল করার সিদ্ধান্ত নিতেন। দলের সেরা তারকারা এখনও আসেননি। তাই দলের প্রাথমিক লক্ষ্য শুরুর ম্যাচে জয় পাওয়া।

প্রথমে বল করার ব্যাপারে মুশফিকের মত, ফ্রেশ উইকেট। আশা করছি শুরুতে বল করায় বিশেষ কিছু পাবেন বোলাররা। এছাড়া রান তাড়া করে কেমন করি আমরা সেটাও দেখতে মুখিয়ে আছি। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে ভালো এক দলীয় সমন্বয় হয়েছে আমাদের।

রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাউল, ফরহাদ রেজা, মাশরাফি মর্তুজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম, শাফিউল ইসলাম।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরুন দেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ।