উখিয়ায় প্রবল ভারি বর্ষণে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ভারি বর্ষণে বৃষ্টির পানিতে প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে (জি আর) চাউল ১০ কেজি, তৈল ১ লিটার,আলু ২ কেজি, ১ কেজি মশুর ডাল সহ শুকনা খাবার ও বিশুদ্ধ পানি ৫০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন

অদ্য ০১ আগস্ট ২০২১ খ্রিঃ সকাল থেকে উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদে ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের পানিবন্দি ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিপ) মেহেদি হাসান।, ইউপি সচিব সমির দাশ, ইউপি সদস্যদের মধ্যে নুরুল কবির মেম্বার , সালাহ উদ্দিন মেম্বার, শাহ্ জাহান মেম্বার, মীর সাহেদুল ইসলাম রোমান মেম্বার সহ স্থানীয় সচেতন মহল প্রমুখ।

চলমান টানা বৃষ্টির প্রবল পানিতে তলিয়ে যাওয়া দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পেয়ে স্বস্তিতে খুশী হয়ে বাড়ি ফিরেন, হতদরিদ্র উপকার ভোগীরা।