ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা সৌদি জোটের

ইয়েমেনে হুতি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত সৌদি জোট যুদ্ধবিরতি ঘোষণা করেছে। জোটের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ।

জাতিসংঘের তৎপরতায় আজ থেকে বিরতিতে যাচ্ছে পাঁচ বছর ধরে চলা এ যুদ্ধ। ২০১৫ সালের মার্চ থেকে ইরানি মদদপুষ্ট হুতি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন পশ্চিমাদের সহায়তা পাওয়া বাহিনী।

করোনাভাইরাসের প্রকোপের কারণে গতমাসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইয়েমেনে যুদ্ধবিরতির আহ্বান জানান। পরিপ্রেক্ষিতে আজ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করল সৌদি জোট।