ইরানে আত্মঘাতী হামলায় রেভল্যুশনারি গার্ডের ২৭ সেনা নিহত

বিবিসি : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের বহনকারী একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় ২৭ সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৩ জন।

পাকিস্তানের সীমান্ত সংলগ্ন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ-জাহেদান সড়কে এই হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সুন্নিপন্থিদের উগ্রবাদী সংগঠন জইস-ই-আদল।

১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর পরই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করা হয়। ইরানের নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতিতে এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।

ইসলামি বিপ্লবী পদাতিক বাহিনীর কুদস ঘাঁটির এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার রাতে বাহিনীর সদস্যরা পাকিস্তান সংলগ্ন সীমান্ত থেকে টহল দিয়ে ফিরছিলেন। পথে একটি বিস্ফোরক ভর্তি একটি গাড়ি তাতে হামলা চালায়। তাতেই এই হতাহতের ঘটনা ঘটে।

ইরান বিবৃতিতে বলেছে, ‘আধিপত্যবাদী দেশগুলোর গোয়েন্দা বাহিনীর সহায়তার তাকফিরি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।’ ইরানে ‘তাকফিরি’ বলতে তাদেরই বুঝোনো হয়, যারা সুন্নি ধর্মমতপন্থি এবং অন্যান্য মুসলিমদের ‘অ-বিশ্বাসী’ মনে করে।