নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযান চালিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার নাম ওসমান সরওয়ার(২৩)। সে উখিয়ার বালুখালী ক্যাম্প-‘র ব্লক-বি/১৭, হেডমাঝি সোনালী,শেডমাঝি আবু তৈয়বের অধীনস্থ আবুল মনছুরের ছেলে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন)পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ইয়াবাসহ ওই মাদক কারবারি কে আটক করতে সক্ষম হন। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৬ লাখ ৬৫ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃদেলোয়ার হোসেন, এসআই মোঃ আল আমিন,এএসআই অলী উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ির ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।