আসামে বিষাক্ত মদপানে প্রাণহানি বেড়ে ৮০

এই আমার দেশ ডেস্ক : আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার পূর্বের গোলঘাটের একটি চা বাগানে বৃহস্পতিবার রাতে বিষাক্ত মদ্যপানের পর এই প্রাণহানির ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনায় আহত অন্তত ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে উত্তর প্রদেশ ও উত্তরখন্ডে অবৈধভাবে বানানো মদপানে শতাধিক মানুষের মৃত্যু হওয়ার পর আসামে এই প্রাণহানির ঘটনা ঘটলো। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আসামে যে মদপানে প্রাণহানির ঘটনা ঘটেছে তার স্থানীয়ভাবে ‘হুচ’ বা দেশি মদ হিসেবে পরিচিত। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গোলাঘাটের সালমারা চা বাগান এলাকায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা দ্রৌপদী ওরান এবং তার ৩০ বছর বয়সী ছেলে সঞ্জু ওরানের বাড়িতেই বৃহস্পতিবার রাতে ওই মদ তৈরি হয়। মদপানে নিহতদের মধ্যে এই মা-ছেলেও আছেন।