আসছে ঈদকে ঘিরে চট্টগ্রামে ফ্যাশন শো

চট্টগ্রাম প্রতিনিধি : ঈদকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ ফেস্ট ফ্যাশন শো। গতকাল বুধবার রাতে নগরীর রিমা কনভেনশন হলে ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয়।

বর্ণিল এই আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য ১০টি ফ্যাশন হাউজ ও ফ্যাশন ডিজাইনারদের পোশাক প্রদর্শনী হয়।

প্রদর্শনীতে অংশ নেওয়া ফ্যাশন হাউজগুলো হলো জেন্টেল ম্যান, ব্লু- মুন, ম্যানহুড, হ্যামার আউটফিট, মেঘ রোদ্দুর, খোয়াজা এথনিক ওয়্যার, ওয়েস্ট উড, আর্টিস্টিক কালচার, এলিনোরা বাই নাবিলা নওশিন ও ঢাকার ফ্যাশন হাউস স্কচ। এই নামি ব্র্যান্ডগুলোর পোশাক পরে র‍্যাম্পে অংশ নেন প্রায় ২৫ জন তারকা মডেল।

‘ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড ঈদ ফেস্ট-২০১৮’ শিরোনামে এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা সাদ শাহরিয়ার জানান, চট্টগ্রাম নগরীতে ঈদের আগেই আধুনিক পোশাকের বিশাল ফ্যাশন শো ছিল এটি।

লামোর ইভেন্ট এবং এটায়ার ক্লাব বিডির উদ্যোগে আয়োজিত এই ফ্যাশন শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ-উল হাসান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক ও সেম গ্রুপের চেয়ারম্যান আয়শা ফারাহ চৌধুরী, হ্যামার স্ট্রেংথ ও হাবিব তাজকিরাজের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ।