আশুলিয়ায় দূষিত পানি থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

সাভার প্রতিনিধি:আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার কেমিক্যাল যুক্ত দূষিত পানি থেকে বাঁচতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৯ ফেব্রæয়ারি) সকাল ১১টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অন্বেষাগলিতে এ মানববন্ধন করেন তারা। এ সময় ওই এলাকার পানি বন্দি প্রায় ২ শতাধিক ভুক্তভোগী এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, আজ প্রায় ৩ মাস ধরে নিশ্চিন্তপুরের অন্বেষাগলি এলাকায় কারখানার দূষিত পানিতে রাস্তা-ঘাট, ঘর-বাড়ি ডুবে যায়। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো পদক্ষেপ না নেওয়ায় সাবেক ইউপি এই পানি নিষ্কাশনের জন্য সরকারি সড়ক দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে দেয়। কিন্তু এলাকার প্রভাবশালী এক ব্যক্তি সেই ড্রেনেজের কাজ বন্ধ করে দেয়। এতে স্থানীয় বাসিন্দাদের আরও দুর্ভোগ বেড়ে যায়।

ভুক্তভোগী ইয়াসিন মোল্লা বলেন, আমাদের এই এলাকায় প্রায় ১ হাজার মানুষের বসবাস। দূষিত পানির জন্য আমরা যে কষ্ট পোহাচ্ছি তা ভাতের কষ্টের চেয়ে আনেক বেশি। আজ তিনটা মাস ধরে এই অবস্থা। পানিতে রাস্তা ঘাট ডুবে গেছে। অনেকের ঘরের মধ্যেও পানি উঠে গেছে। শুধু পানি হলে তো কথা ছিলোনা কিন্তু পানির সাথে কারখানার কেমিক্যাল যুক্ত দূষিত বর্জও আসে। যা আনেক দুর্গন্ধ ছড়ায়। আমরা ঘরে বসে ভাত খেতে পারি না। এই পানির করণে নানা রোগ ব্যাধি হচ্ছে আমাদের।

অন্য ভুক্তভোগী বাড়িওয়ালা বিউটি বেগম বলেন, আমাদের এলাকা তিন মাস আগেও ভালো ছিলো। কিন্তু অনন্তসহ আরও একটি পোশাক কারখানা তাদের পানি আমাদের এলাকা মুখি ছেড়ে দেয়। ফলে আমাদের এলাকা এখন দুষিত পানিতে ভর্তি হয়ে গেছে। এই পানি থেকে বাচতে আমাদের সাবেক মেম্বার আব্দুল মালেক মন্ডল একটা ড্রেন করেতে শুরু করে। কিন্তু স্থানীয় এক ব্যক্তি এই কাজে বাধা প্রদান করে। আমরা এই সমস্যার সমাধান চাই।