আলো ছড়াচ্ছে বাগবাটি রাজিবপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও থেরাপি হাসপাতাল

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ সিরাজগন্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে গড়ে ওঠা বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি  প্রতিবন্ধী বিদ্যালয়, থেরাপি হাসপাতালসহ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যক্রম অব্যাহত রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইমরান হাসমী,প্রতিষ্ঠানটি স্থাপন করেন  ২০১৫ খ্রিষ্টাব্দে  গভঃ রেজিঃ নং-১২৭৩০, শিক্ষক-২২জন, কর্মচারি-৭জন,থেরাপি- ৩ জন,বিদ্যালয়টি শিশু শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত  পাঠদানের ব্যাবস্থা, মোট শিক্ষার্থী-২৫০জন,উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের বই,খাতা,কলম,দুপুরে নাস্তার ব্যবস্থা,প্রাথমিক চিকিৎসা, হুইল চেয়ার বিতরণ, করোনা কালীন হ্যান স্যানেটাইজার ও মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।এবং বিভিন্ন দুর্যোগকালে প্রতিবন্ধীদের সহযোগীতা করেন। এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব গাড়ি দিয়ে শিক্ষার্থীদের আনা নেওয়ার সুব্যাবস্থা করা হয়েছে।এবিষয়ে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইমরান হাসমী বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে পারি। অত্র এলাকায় প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়াচ্ছে বলে মত প্রকাশ করেছেন এলাকাবাসীরা।