আলমডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা এম সবেদ আলী’র ব্রেন স্টোক: ল্যাব এইড ধানমন্ডিতে চিকিৎসাধীন

আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র, জাসদ( ইনু) কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সবেদ আলী’র ব্রেন স্টোক করলে দ্রুত তাকে কুষ্টিয়া সনোটাওযারে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসা রতবস্থায় তার অবনতি হলে উন্নত জন্য চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করলে তার পরিবার সবেদ আলীকে  ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে ভর্তি।সেখানে তিনি প্রফেসর ডা. সুবাস চন্দ্র দের অধীনে গত ১১ জানুয়ারি থেকে চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক আকসিজুল ইসলাম রতন এবং সবেদ আলীর ছেলে মামুন জানিয়েছে, গত ৯ জানুয়ারি সন্ধ্যা থেকে এম সবেদ আলী শারিরিক জটিলতা,ও মাথা ব্যাথার কথা বলেন, পরের দিন ১০ জানুয়ারি সকালে নাস্তার পর বমি করেন। এরপর তাকে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তারের পরামর্শে মাথার সিটি স্ক্যানে ব্রেইনে রক্তের জমাট দেখা যায়। ডাক্তারের পরমার্শে ঢাকায় নিয়ে এসে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ৬০৬ নং কেবিনে ভর্তি রয়েছেন। সাথে স্ত্রী, মেয়ে শিল্পী, ছেলে মামুন(০১৭১১০১৯৩০৯) রয়েছেন। তিনি আগের চেয়ে ভালো আছেন।উল্লেখ্য জাসদ নেতা এম সবেদ আলী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী আওয়ামীলীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দারের নৌকার পক্ষে নির্বাচনে গুরুত্ব পুর্ন ভুমিকা পালন করেন।তার অসুস্থতার খবরে এমপি ছেলুন জোয়ার্দার এম সবেদ আলীর আশুরোগ মুক্তি কামনা করেন।এ ছাড়াও আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা,সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,পৌর সভাপতি দেলোয়ার হোসেন,৭১ ব্যাচের সকল সদস্য,এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান সহ সকল শিক্ষক বৃন্দ রোগ মুক্তি কামনা করেন।তার পরিবারের সদস্যরা আল্লাহর কাছে  তাঁর সুস্থতা কামনা করেছে।