আলমডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা ও আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা ও আচরণ বিধিমালা বিষয়ক ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ই ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বাংলাদেশ নির্বাচন কমিশন চুয়াডাঙ্গা জেলা কর্তৃক আয়োজিত আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলমডাঙ্গা পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা ও আচরণ বিধিমালা বিষয়ক “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার জাহিদুল

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী এর সভাপতিত্বে আসন্ন আলমডাঙ্গা পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানাচ্ছেন

উল্লেখ্য যে, অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন আলমডাঙ্গা পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে আইন শৃঙ্খলা ও আচরণ বিধিমালার উপর আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানানো হয়েছিল।