আলমডাঙ্গা চুয়াডাঙ্গার উন্নয়ন ও ভালো কাজে আমি থাকবো – এম এ রাজ্জাক খান রাজ

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আলমডাঙ্গায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং আলোচনা সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট সদ্য সমাপ্ত নির্বাচনে ফ্রিজ মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ।
গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা শহরের ওয়াবদা মাঠে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কুমারী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় এবং আলোচনা সভায় আলমডাঙ্গা পৌর ও উপজেলার প্রতিটি ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ সিআইপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন , বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সুখী সমৃদ্ধ জেলা গড়ার লক্ষ্যে আমি আপনাদের নিয়ে সংগ্রাম করছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী আমাকে নির্বাচন করার জন্য বলেছিলো তাই উন্নত আধুনিক চুয়াডাঙ্গা গড়ার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমি আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার ভোটপ্রেমিক ভোটারদের যে সাড়া পেয়েছি তা কখনো ভুলবার নয়, আমি চুয়াডাঙ্গার উন্নয়নের সার্থে সবাই একসাথে একপ্লার্টফর্মে একতাবদ্ধ হয়ে স্মার্ট চুয়াডাঙ্গা গড়বো । নেতাকর্মীদের সকল বিপদ আপদে অতীতে যেমন পাশে ছিলাম, ভবিষ্যৎ আজীবন থাকবো, আমি নৌকার বিপক্ষে নয় দলের নির্দেশে যেমন ভোট করেছিলাম, তাই আপনারা আমার সমর্থক হিসেবে নৌকার বাইরের কেউ নয়, আপনারা কোন ভয় পাবেন না , আমি ওয়াদা করছি মৃত্যুরআগ পর্যন্ত লড়াই করে আপনাদের নিয়ে উন্নত সুখী সমৃদ্ধ জেলা গড়বো ।

মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন দুদু,নুরুল আলম সরকার,বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি,কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তালেব, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস মাস্টার, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সদস্য মজনুর রহমান জান্ট, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন, বেলগাছি আওয়ামী যুব লীগের সভাপতি রেজাউল হকের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর ডাক্তার মুস্তাকিন মেম্বার, আব্দুল মজিদ, জাহাঙ্গীর খান,ডাউকি ইউনিয়নের রনি,বেলগাছি সাহাবুল রবিউল, আক্তারুল ,রবিউল আখতারুল রুহুল, যুবলীগ নেতা, রুহুল, চেতলা ইউনিয়নের রানা মেম্বার, চিংলা ইউনিয়ন যুবলীগ নেতা শাহীন ,চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা জীবন আহমেদ শামীম,ফয়সাল বিশ্বাস অন্তর ,মোহাম্মদ টিটু সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।