আলমডাঙ্গায় ৮ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান

আলমডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্দ্যোগে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন।গতকাল বিকেল ৪টার দিকে পুরাতন স্ট্যান্ডে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।তাদের লক্ষ অসহায় মানুুষের পাশে দাড়িয়ে তাদের সহায়তা করা, দরীদ্র কন্যাদায় গ্রস্থ পিতাকে আর্থিক সহযোগীতা, গর্ভবতী ও প্রসুতি মায়েদের ফ্রি এ্যম্বুলেন্স প্রদান সহ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন সহ বিভিন্ন মানবতাবাদী কর্মকান্ড অব্ব্যাহত রেখেছে তারাদেবী ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় গতকাল বিকেল ৪ টায় মানবতাবাদী এই প্রতিষ্ঠানটি আলমডাঙ্গা ইউনিটের উদ্যোগে ৮জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করে। তারাদেবী ফাউন্ডেশন আলমডাঙ্গা অফিস চত্বরে হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিটের সভাপতি বনিক সমিতির সাধারন সম্পাদক মীর শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা আফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, প্রেসক্লাব সাধারন সম্পাদক হামিদুল আজম, অধ্যক্ষ জামসিদুল হক মুনি ও শিক্ষক আতিয়ার রহমান মুকুল। ফাউন্ডেশনের অন্যতম সদস্য সোহেল রানা শাহিনের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর শরিফুল ইসলাম রেফাত, নেছার আহমেদ প্রিন্স, বিজেস কুমার রমেকা লাল্লী, শফিউল হক মিল্টন, গোলাম সরোয়ার শামিম, সুরুজ আলী, তরিকুল ইসলাম টুকু, মীর উজ্জল ও জাফর ইকবাল মনি।