আলমডাঙ্গায় ১০ কাঠা জমির কলা গাছ কর্তন

প্রতিবেদক,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): পূর্ব শত্রুতার জেরে আলমডাঙ্গায় ১০কাঠা জমির কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে কুটিপাইকপাড়া গ্রামে এঘটনা ঘটেছে। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা প্রস্তুতি চলছিলো।

অভিযোগ সুত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের মকছেদ আলীর ছেলে বাবলু ও লাল মিয়া প্রায় ১ বিঘা জমিতে কলা গাছ রোপন করে।

এই বাগানের জমি নিয়ে একই গ্রামের মাহাতাব আলীর ছেলে সাহাবুল, মাহাবুল ও আশরাফ ও আত্তাবের ছেলে দরবেশের সাথে জমি সংক্রান্ত গোলোযোগ চলছিলো।
গত কয়েক দিন যাবৎ তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও চালায়।

রবিবার সকালে আবাদী জমিতে রোপনকৃত কলা গাছ কর্তন করে। এতে প্রায় কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাগান মালিক বাবলু ও লাল মিয়া।

বাগান মালিক বাবলু ও লাল মিয়া জানান, একই গ্রামের মাহাতাব আলীর ছেলে সাহাবুল, মাহাবুল ও আশরাফ ও আত্তাবের ছেলে দরবেশের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে।

তারা জোরপূর্বক তাদের জমি ভুয়া কাগজে দখল করার চেষ্টা করে। এরই জেরে রবিবার সকালে তাদের বাগানের ১০ কাঠা কলা গাছ কর্তন করেছে। এই ঘটনায় মামলার প্রক্তিয়াধিন।